আন্তর্জাতিক, ইউরোপ

ভেনিসজুড়ে বন্যা একজনের মৃত্যু

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ১৩ই নভেম্বর ২০১৯ ০১:৩৯:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইতালির ভেনিসে টানা বৃষ্টিপাতের কারণে বন্যায় একজনের মৃত্যু হয়েছে।

বৃষ্টির পর জোয়ারের পানি বেড়ে যাওয়ায় স্পম্প্রতি ভেনিসজুড়ে বন্যা দেখা দেয়।

মঙ্গলবার, জোয়ারের পানি ছয় ফুটেরও বেশি উচ্চতায় ওঠে যা গত ৫০ বছরের মধ্যে নতুন রেকর্ড করেছে। শহরের বিভিন্ন অংশে কোমর থেকে হাঁটু পর্যন্ত পানি উঠেছে। ফলে দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন প্রাচীন ও মূল্যবান স্থাপনা।

বন্যার কারণে জরুরি সতর্কতা জারি করেছেন ভেনিসের মেয়র লুইজি ব্রুগনারো। আকস্মিক এই বন্যার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন তিনি। পাশপাশি বন্যা কবলিত এলাকাগুলো থেকে সবাইকে নিরাপদে সরে যাওয়ারও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন