আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া, আরব

মধ্যপ্রাচ্য বিষয়ে বাইডেন প্রশাসনের সম্ভাব্য নীতি নিয়ে ইরান ও রাশিয়ার আলোচনা

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে জানুয়ারী ২০২১ ০৪:৪৮:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্য বিষয়য়ে আমেরিকার জো বাইডেন প্রশাসনের সম্ভাব্য দৃষ্টিভঙ্গি এবং নীতি কী হবে- তা নিয়ে আলোচনা করেছে ইরান এবং রাশিয়া।

মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এবং রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভার্শিনিন আলোচনা করেন।

এসময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ঘটনাবলী নিয়ে আলোচনা করা হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত খবরে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে সমস্ত বিষয় নিয়ে আগামী দিনগুলোতে আলোচনা হতে পারে সেসব ইস্যু নিয়েও কথা বলেছেন। এরমধ্যে রয়েছে ইয়েমেন, সিরিয়া, লেবানন, লিবিয়া এবং মানবাধিকারের ইস্যু।

খবরে বলা হয়েছে- এসব ইস্যু নিয়ে রাশিয়া ও ইরানের মধ্যে দৃষ্টিভঙ্গিগত অনেক মিল রয়েছে। এসমস্ত ইস্যুতে দু দেশের মধ্যকার সহযোগিতার ফলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হতে পারে বলেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত খবরে বলা হয়েছে।

আরও পড়ুন