জেলার সংবাদ

মানিকগঞ্জে হোম কোয়ারেন্টিনে ৫১৯ প্রবাসী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ১০:২৬:৪০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মানিকগঞ্জের বৃহস্পতিবার নতুন করে আরও ৫৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সব মিলিয়ে জেলার বিভিন্ন এলাকায় মোট ৫১৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো।

গতকাল বুধবার এর সংখ্যা ছিল ৪৯৯ জন। বুধ ও বৃহস্পতিবার মিলিয়ে এর সংখ্যা দাঁড়িয়েছিল ৫৫৫ জন। এদের মধ্যে নতুন করে ৩৬ জনকে কোয়ারেন্টাইন মুক্ত করা
হয়েছে। সেই হিসেবে বর্তমানে ৫১৯ জন রয়েছে হোম কোয়ারেন্টাইনে।

এদিকে, এখন পর্যন্ত কোয়ারেন্টিন মুক্ত হয়েছে ৩৩০ জন। সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করে জানান, জেলায় এ পর্যন্ত করোনা সংক্রমণের কোন খবর পাওয়া যায়নি।

তিনি আরো জানান, ঘিওর উপজেলার বাইলজুড়ি গ্রামে সর্দি-কাশিতে মৃত্যুর পর আলমগীর হোসেনের পরিবারসহ আশেপাশের ৬টি বাড়ির ২৬ জনকে হোম কোয়ারেন্টিনে
রাখা হয়েছে। সেই সাথে পুরো গ্রামটিকে লকডাউন করা হয়েছে।

আরও পড়ুন