আন্তর্জাতিক

মানুষের শরীরে চীনা ভ্যাকসিনের প্রথম ধাপে সাফল্য

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে মে ২০২০ ১২:০৩:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস প্রতিরোধের চীনের তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপ কার্যকর হয়েছে।

চিকিৎসাশাস্ত্র-বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। বেইজিং ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির তৈরি পরীক্ষামূলক ভ্যাকসিনটি মানুষের শরীরে নিরাপদ, সহনশীল এবং কোভিড-১৯ এর বিরুদ্ধে ভালো রোগ প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলেছে।

তবে, এই ভ্যাকসিনটি ব্যবহার করা যাবে কি না, সেটি শতভাগ নিশ্চিত হতে আরও দুটি ট্রায়ালের জন্য অপেক্ষা করতে হবে।

প্রথম ধাপে ১০৮ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে ভ্যাকসিনটির ট্রায়াল দেয়া হয়। ২৮ দিন বাদে বিজ্ঞানীরা প্রথম ধাপের সাফল্য পান। বাকি দুটি ধাপের ট্রায়াল শেষ হতে হতে আরও ছয় মাস সময় লাগবে। চীনে এখন পর্যন্ত পাঁচটি প্রতিষ্ঠান ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করেছে।

আরও পড়ুন