আন্তর্জাতিক, আমেরিকা

করোনা মোকাবিলায় মার্কিন সিনেটে দুই ট্রিলিয়ন ডলার সহায়তার বিলে অনুমোদন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ১২:২০:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দুই ট্রিলিয়ন ডলার সহায়তার বিলে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। বুধবার সিনেটে সর্বসম্মতিক্রমে এই বিল পাস হয়।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এতো বড় অর্থ সহায়তার বিলে অনুমোদন দেয়া হলো। করোনার কারণে ক্ষতিগ্রস্ত বেকার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের এই তহবিল থেকে সহায়তা দেয়া হবে।ফলে এই পরিকল্পনার আওতায় প্রায় সব প্রাপ্ত বয়স্ক মার্কিন নাগরিক ১২শ ডলার পাবেন।

এছাড়া প্রয়োজনীয় মেডিক্যাল যন্ত্রপাতি কিনতে এই তহবিল থেকে অর্থ ব্যয় হবে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে চলতি সপ্তাহেই এই বিল ভোটাভুটির জন্য তোলা হবে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এরইমধ্যে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৬৮ হাজারেরও বেশি মানুষ।  

আরও পড়ুন