এশিয়া

মিয়ানমারে সেনাবাহিনীর বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ২৬শে এপ্রিল ২০২১ ০৬:০৪:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ থেকে সন্তানদের স্কুলে পাঠাবেনা, বিদ্যুৎ বিল পরিশোধ করবেনা, কৃষি ঋণ ফেরত দেবেনা মিয়ানমারের জনগণ।

রবিবার (২৫ এপ্রিল) সেনাবিরোধী বিক্ষোভকারীদের আন্দোলন থেকে এসব সিদ্ধান্ত জানান হয়। দেশটির মধ্যাঞ্চলীয় শহর মোনিওয়াতে বিক্ষোভকারীদের প্রতিবাদ সমাবেশে সেনাবাহিনীর বিরুদ্ধে সফল অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়।

শনিবার (২৪ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ানের আঞ্চলিক সম্মেলনে মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইং এর অংশগ্রহণের পরদিনই চরম ঘৃণা প্রকাশ করে বিক্ষোভকারীরা।

আসিয়ান সম্মেলনে মিয়ানমারের ক্ষমতাচ্যুত অং সান সুচি সহ অন্যান্য রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বানে সাড়া দেয়নি সেনাপ্রধান। এমনকি কবে নাগাদ এ সংকট সমাধান করবেন তাও জানায়নি।

এদিকে, চলমান আন্দোলন চলতে থাকলে মিয়ানমারে অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো।

আরও পড়ুন