ফুটবল

লা লিগা: ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে অ্যাতলেতিকো মাদ্রিদ

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি ২০২০ ০৪:২২:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

 স্প্যানিশ লা লিগায় আজ ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলবে অ্যাতলেতিকো মাদ্রিদ। ম্যাচ শুরু রাত দুইটায়। ইপিএলে উলভার হ্যাম্পটনের লড়াই লেস্টার সিটির সঙ্গে আর জার্মান বুন্দেস লিগায় বরুশিয়া ডর্টমুন্ডকে মোকাবেলা করবে এন্টারাক্ট ফ্র্যাঙ্কফুর্ট, খেলা শুরু রাত দেড়টায়।

আতলেতিকো মাদ্রিদ, লা লিগার এই মৌসুমে যেন শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে,  ক্লাব ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিকের কোচ দিয়াগো সিমিওনে হাল ধরে আছেন যথারিতী, তবুও রিয়াল মাদ্রিদ কিংবা বার্সোলোনাকে টেক্বা দিয়ে লিগ টেবিলের শীর্ষে যাওয়া হয়ে ওঠেনা আতলেতিকোর।

২৩ ম্যাচে জয় মোটে ১০টি, ৩৯ পয়েন্ট নিয়ে সিমিওনের দলের অবস্থান চার নম্বরে। নিজেদের ২৪ নম্বর ম্যাচে প্রতিপক্ষ ৭ নম্বরের দল ভ্যালেন্সিয়া। পিছিয়ে থাকা ভ্যালেনিসয়ার বিপক্ষে পা হরকালেই আরো একবার মাঠ ছড়াতে হবে পয়েন্ট খুইয়ে,  ইনজুরিতে দিয়াগো কস্তা, ট্রিপিয়ের আর হেরেইরা। এই অ্যাবসেন্ট গুলো মাথায় রেখেই বেস্ট ইলেভেন বেছে নিতে হবে আতলেতিকো বস সিমিওনেকে।

ইপিএলে লেস্টার সিটি রয়েছে আপস অ্যান্ড ডাউনের মাঝেই, শেষ পাচ ম্যাচে জয় দুটি, সমান ড্র হার একটা। ব্রেন্ডান রজার্সের এই দলটা এপর্যন্ত ২৫ ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ টেবিলের তিনে। ২৬তম ম্যাচে প্রতিপক্ষ উলভার হ্যাম্পটন। স্বাগতিকদের বিপক্ষে জয় প্রত্যাশী লেস্টারের ইনজুরি তালিকায় রয়েছেন অ্যামারটে, মর্গান ও মেন্ডি।

 

জার্মান বুন্দেস লিগায় জায়ান্ট বরুশিয়ার প্রতিপক্ষ এন্টারাক্ট ফ্রাঙ্কফুর্ট, ব্যাটল ফিল্ড সিগনাল ইদুনা পার্ক। টেবিলের নয়ে থাকা ফ্রাঙ্কফুর্টকে হারাতে পারলেই পয়েন্ট টেবিলেলিপজিগকে পেছলে ফেলে দুয়ে উঠে আসবে বরুশিয়া। ২১ ম্যাচে ১১ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে রয়েছে বরুশিয়া

আরও পড়ুন