বাংলাদেশ, জেলার সংবাদ

শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু  

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ১লা আগস্ট ২০২০ ০৯:৪৮:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রবল স্রোতের কারণে প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।

পুরোপুরি চালুর বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ শনিবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট পরিদর্শনে এসে এ কথা বলেন মন্ত্রী। 

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, এইটাতো একটা একটা টেকনিক্যাল জব। এখন একজন টেকনিক্যাল ব্যক্তির সাথে আলোচনা করে পরবর্তীতে কী করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। আপাতত ফেরিটা পরীক্ষামুলক চালু করা হবে। 

এর আগে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত তিন নম্বর ফেরিঘাট ও পদ্মাসেতুর কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডের ভাঙন এলাকা ঘুড়ে দেখেন তিনি। এছাড়া পদ্মাসেতুর কন্সট্রাকশন ইয়ার্ড সম্পর্কে সংশ্লিষ্টদের সাথে আলোচনাও করেন।

এদিকে ঈদের দিনেও স্বাভাবিক রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। তবে এ রুটে ১৬টি ফেরি চললেও, চাপ না থাকায় ১৩টি চলাচল করছে।

আরও পড়ুন