শিক্ষা

সব বিশ্ববিদ্যালয়ের জন্য অনলাইন শিক্ষা কার্যক্রমের নীতিমালা হচ্ছে

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে মে ২০২০ ১০:২২:২৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার নীতিমালা তৈরি করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে মতামত নেওয়ার পরই তা চূড়ান্ত করা হবে।

করোনাভাইরাসের কারণে মার্চ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি নিয়ে অনলাইনে ক্লাস-পরীক্ষা নেওয়া শুরু করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। এমন পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতায় আনতে কাজ শুরু করেছে ইউজিসির আট সদস্যের একটি কমিটি।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে এ বিষয়ে মতামত নেওয়ার পরপরই চূড়ান্ত করা হবে নীতিমালা। তবে, প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটের দুর্বল গতি আর চড়া মূল্যের কারণে অনলাইনে ক্লাস করা নিয়ে ভিন্নমত রয়েছে শিক্ষার্থীদের।

এদিকে, প্রযুক্তি সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টারনেটের খরচ সরকারকে বহন করতে বলছেন দেশের শিক্ষাবিদরা। এছাড়া করোনার প্রকোপ কমে যাওয়ার পর সাপ্তাহিক ছুটিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ক্ষতি পুষিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

আরও পড়ুন