বাংলাদেশ, ধর্ম, জেলার সংবাদ, অন্যান্য ধর্ম

সরস্বতী পূজা উপলক্ষ্যে কিশোরগঞ্জে জমে উঠেছে প্রতিমার হাট

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৮শে জানুয়ারী ২০২০ ১০:৪৯:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষ্যে কিশোরগঞ্জ কালীবাড়িতে জমে উঠেছে প্রতিমার হাট। আশপাশের বিভিন্ন জেলা থেকে কারিগররা এসে তৈরী করছেন প্রতিমা। অন্যদিকে, পছন্দের প্রতিমা কিনতে পেরে খুশি ক্রেতারাও ।

কেউ নিপুন হাতে তৈরী করছেন প্রতিমা আবার কেউবা সেই প্রতিমায় দিচ্ছেন রংতুলির আঁচড়। সামনেই সরস্বতী পূজা। তাই ব্যস্ততা বেড়েছে কিশোরগঞ্জের কালীবাড়ীর প্রতিমা হাটের কারিগরদের। শুধু জেলা শহরই নয়, আশপাশের এলাকা থেকেও ক্রেতারা আসছেন এই প্রতিমা হাটে।

এবার অন্তত দুই হাজার প্রতিমা তৈরী করেছেন কারিগররা।  চাহিদাও বেশ, রং করার আগেই বায়না হয়েছে অর্ধেক। আকারভেদে ছোট, মাঝারি ও বড় প্রতিটি প্রতিমা পাঁচশ থেকে দশ হাজার টাকায় বিক্রি হচ্ছে। হাট কর্তৃপক্ষ বলছে, কারিগরদের সব ধরনের সুযোগ সুবিধাই দিচ্ছেন তারা।কিশোরগঞ্জে শ্রী শ্রী কালীবাড়ির সাধারণ সম্পাদক পলাশ দত্ত রায় বলেন, 'এখানে দেশের বিভিন্ন স্থান থেকে কারিগরেরা এসে মূর্তি বানায়। তারা যদি সুযোগ সুবিধা না পায় তবে আগামীতে আর আসবে না। তাই তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা দিতে চেষ্টা করছি।'

আরও পড়ুন