আন্তর্জাতিক, অন্যান্য

সাইবেরিয়ার জঙ্গল বাঁচানোর চেষ্টা করছে রুশ দমকল বাহিনী

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৪ই জুলাই ২০২০ ০২:৩০:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভয়াবহ দাবানলের কবলে পড়েছে সাইবেরিয়ার জঙ্গল। আগুনে পুড়ে যাচ্ছে জঙ্গলের বিস্তীর্ণ এলাকা।

এ অবস্থায় জঙ্গল বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন রাশিয়ার অগ্নিনির্বাপক কর্মীরা।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এরইমধ্যে আগুনে গ্রাস করেছে অন্তত তিন লাখ ৩৩ হাজার হেক্টর জমি। আগুনে নেভানোর অভিযানে নেমেছে দমকল বাহিনীর ১৬৪ ব্যক্তি। এছাড়া, স্থলভাগে আরো কাজ করছে তিনটি ইউনিট।

ভয়াবহ আগুনের কারণে সাইবেরিয়ার ক্রাসনোইয়ারস্ক এলাকায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছে, সাইবেরিয়া জঙ্গল এলাকায় ছোট বড় সব মিলিয়ে অন্তত ৩০০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশকিছু নেভানো হয়েছে তবে বেশ কিছু এলাকা অতিমাত্রায় দুর্গম হওয়ার কারণে আগুন নেভানো সম্ভব নয়। জুন মাসের মাঝামঝি সময় থেকে বর্তমান সময় পর্যন্ত উত্তর সাইবেরিয়া এলাকায় এবার নজিরবিহীন উষ্ণতা দেখা দিয়েছে।

আরও পড়ুন