বাংলাদেশ, খেলাধুলা, জাতীয়, অন্যান্য খেলা

সাউথ এশিয়ান গেমসে যাচ্ছেন ছয়শ’ অ্যাথলিট

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা নভেম্বর ২০১৯ ১০:৪৯:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেপালে অনুষ্ঠেয় আসছে সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ থেকে অংশ নেবে ছয়শ' অ্যাথলেট।

এসব বিষয়ে শনিবার বিওএ এর কার্যনির্বাহী কমিটির বৈঠকে অনুমোদন দেয়ার কথা রয়েছে।

২৫টি ডিসিপ্লিনের জন্য সেরা অ্যাথলেটদের বেছে নিতে যাচাই-বাছাইয়ের পর্ব সারছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

দলের সাথে সংশ্লিষ্ট না এমন কর্মকর্তার দলের সঙ্গে ভ্রমনে বিশেষ নজর রাখছে বিওএ।

এদিকে সাউথ এশিয়ান গেইমসকে সামনে রেখে পুরোদমে চলছে অ্যাথলেটদের অনুশীলন। দেশের বাইরে গিয়ে ক্যাম্প করছে দুই একটা ফেডারেশনও।

চূড়ান্ত দল গঠনের চূড়ান্ত দল গঠনের বিষয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক চলছে বিওএ’র। ডিসিপ্লিন ও সম্ভাবনাকে প্রাধান্য দিয়ে গড়া হচ্ছে এসএ গেমসের বহর।

বিওএ মহাসচিব সৈয়দ সাহেদ রেজা বলেন, "গতবারের গেমসে আমাদের টিম ইভেন্টগুলো কম ছিলো।  এবার আমাদের টিম ইভেন্টগুলো বেশি হয়েছ। গতবার ক্রিকেট ছিলো না, এবার ক্রিকেট দুইটা হলো।  ছেলেও যাচ্ছে, মেয়েও যাচ্ছে। ফুটবলে ছেলেদের একটা ফুল টিম যাচ্ছে।  তারপর বাস্কেটবল, হ্যান্ডবল আছে।  টিম ইভেন্টগুলো যোগ হওয়াতে প্লেয়ারের সংখ্যা বেড়ে গেছে।"

এবারই প্রথম নারী অ্যাথলেটদের সঙ্গে নারী কোচ দেয়া বাধ্যতামূলক করেছে বিওএ।

সৈয়দ সাহেদ রেজা বলেন, "এবার একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি যে, প্রতিটি গেমসে যার সঙ্গে কোচিং করেছে, কোচ হিসেবে সেই যাবে।  নারী যারা গেমসে যাচ্ছেন তাদের সঙ্গে আমাদের অন্তত একজন কর্মকর্তা যেন থাকেন, সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব।"

 

আরও পড়ুন