ফুটবল

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে বাংলাদেশের জয়

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ৯ই অক্টোবর ২০১৯ ০৯:৫২:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে লড়াই দিয়ে সাফ মিশন শুরু বাংলার অনূর্ধ্ব-১৫ দলের মেয়েদের।

ভুটানের মাটিতে ওদের বিপক্ষে দারুন জয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। ছোটন শিষ্যদের জয় ২-০ গোলের। এই জয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়িত হলো লাল-সবুজের কিশোরিদের। শুরু থেকেই হোস্ট নয় দাপট চললো গেস্টদের।

গোছালো ফুটবলে প্রথম গোলটা আসে ২২ মিনিটে। ডি-বক্সে ঢুকে ভুটানের এই চার ডিফেন্ডার আর গোলরক্ষককে পরাস্ত করতে বেগই পেতে হয়নি শাহেদা আক্তারকে। এরপর, ৩১ মিনিটে দারুণ এক প্লেসিংয়ে জাল কাঁপান রোজিনা আক্তার।

২-০ এর লিড নিয়ে বিরতীতে বাংলাদেশ। হাফটাইমের পর সুযোগ ছিল ব্যবধানটা বাড়িয়ে নেবার। ৫৭ মিনিটে রোজিনার শট ঠেকিয়ে দেন ভুটান গোলকিপার। শুক্রবার, নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা নেপালের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। 

আরও পড়ুন