বাংলাদেশ, অন্যান্য খেলা

হাতিরঝিলে ঢাকা হাফ ম্যারাথনের তৃতীয় আসর

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৮শে ফেব্রুয়ারি ২০২০ ০৬:৩৬:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রায় দুই হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো 'ঢাকা হাফ ম্যারাথন ২০২০'। সকালে রাজধানীর হাতিরঝিলে 'ঢাকা হাফ ম্যারাথন'-এর তৃতীয় আসর বসে এবার। সুস্থ-সবল থাকতে এমন আয়োজনকে স্বাগত জানালেন অংশগ্রহণকারীরা।

হাতিরঝিল এলাকায় ২১ দশমিক ১ কিলোমিটার পথ দৌড়ে যখন হাফ ম্যারাথনে দৌড় শেষ করছিলেন একেকজন, তখন মুহুর্মুহু করতালিতে তাদের অভিবাদন জানালেন অন্য অংশগ্রহণকারীরা। এছাড়াও, সাড়ে সাত কিলোমিটারের মিনি ম্যারাথনে অংশ নেন প্রতিযোগীরা।

এর আগে, ভোর ছয়টায় হাতিরঝিলে পুলিশ কনকর্ড প্লাজার সামনে থেকে ম্যারাথন শুরু হয়। হাফ ম্যারাথন এবং মিনি ম্যারাথন, এই দুই বিভাগে অংশ নেন প্রায় দুই হাজার প্রতিযোগী। এবারের ম্যারাথনে বাংলাদেশ ছাড়াও ১৮টি দেশের ৪৮ জন আন্তর্জাতিক রানার ও অ্যাথলেট অংশগ্রহণ করেন।

আয়োজনকে ঘিরে পুরো হাতিরঝিলে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।  এই প্রতিযোগিতা উপভোগ করতে জড়ো হন হাজারো দর্শক।  গেলবারের তুলনায় এবার বেড়েছে অংশগ্রহণকারীর সংখ্যা।

এরপর, সমাপনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র বলেন, সুস্থ নাগরিক সুন্দর দেশ গড়তে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরও পড়ুন