জাতীয়, আইন ও কানুন

হেফাজতের সহ প্রচার সম্পাদক শরিফউল্লাহ রিমান্ডে

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ১৪ই এপ্রিল ২০২১ ০৪:৫৪:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর যাত্রাবাড়ী থানায় ২০১৩ সালে বিশেষ ক্ষমতা আইনের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে একদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি শরিফউল্লাহকে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আদালতে নিজেই জামিন চান শরিফউল্লাহ।

যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারভুক্ত আসামি মুফতি শরিফউল্লাহ। ২০১৩ সালের ৬ই মে যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে মামলাটি হয়। মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন