রাজনীতি

হেফাজত নেতা হারুন ইজহার ৯ দিনের রিমান্ডে

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ৩রা মে ২০২১ ০৫:৩৭:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার তিন মামলায় হেফাজত নেতা মুফতি হারুন ইজহারের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩ মে) দুপুরে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন। একই সঙ্গে সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে হাটহাজারী থানার আরো দুই মামলায় হারুন ইজাহারকে গ্রেপ্তার দেখানো হয়।

গত বুধবার (২৮ এপ্রিল) রাতে, নগরের লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে হারুন ইজাহারকে গ্রেপ্তার করে র‍্যাব। মুফতি হারুন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলামের ছেলে। গত ২৬ মার্চ জুমার নামাজের পর ঢাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এর জেরে  পটিয়া ও হাটহাজারী থানায় হামলা, ভূমি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় দায়ের কার ৭টি মামলায় অজ্ঞাত ৪ হাজার ৩শ' জনকে আসামি করে পুলিশ।

আরও পড়ুন