রাজধানী, লাইফস্টাইল

৩৭ ফ্যাশন ডিজাইনার নিয়ে শুরু রয়াল বেঙ্গল এটেলিয়ার

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ৫ই মার্চ ২০২১ ১০:৩৬:৪৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ফ্যাশন ডিজাইনার ও কর্পোরেট উদ্যোক্তাদের নিয়ে বিশেষ আয়োজন।

করোনায় শিল্পের প্রায় প্রতিটি খাতই ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতি কাটিয়ে উঠতেই ফ্যাশন ডিজাইনার ও কর্পোরেট উদ্যোক্তাদের নিয়ে লা মেরিডিয়ান এর ঢাকার মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেডের বিশেষ আয়োজন। উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করতে লা মেরিডিয়ানে রয়াল বেঙ্গল এটেলিয়ার নামে বিশেষ এ  আয়োজনের ব্যবস্থা করা হয়। ই আয়োজনে নিজেদের তৈরি পণ্য নিয়ে অংশ নিয়েছেন ৩৭ জন ফ্যাশন ডিজাইনার। যারা প্রত্যকেই নারী উদ্যোক্তা।

করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সহায়তা করতেই এ আয়োজন বলে জানান বেস্ট হোল্ডিংস লিমিটেডের নির্বাহী পরিচালক মুসলিম আলী আরিফ।

নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার জমকালোরয়াল বেঙ্গল এটেলিয়ারের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে, বিজিএমইএ সভাপতি রুবানা হক নারী উদ্যোক্তাদের অভয় দিয়ে বলেন, 'এই পথযাত্রায় কেউ পাশে না থাকলেও সততা ও নিষ্ঠা নিয়ে এবং আত্মসম্মান নিয়ে কাজ করে যেতে হবে।'

উদ্বোধনী আয়োজনের ফ্যাশন শো'তে অংশ নেয় দেশের নামকরা সব মডেল। উদ্যোক্তাদের নিয়ে এ আয়োজন চলবে রোজার ঈদের চাঁদরাত পর্যন্ত।

আরও পড়ুন