আন্তর্জাতিক, আমেরিকা

অক্সফোর্ডের টিকার ৬ কোটি ডোজ ছাড়বে যুক্তরাষ্ট্র

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে এপ্রিল ২০২১ ০৫:২৯:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার ৬ কোটি ডোজ ছাড়বে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজের মুখপাত্র জেন পাসকি এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় যখন বিভিন্ন দেশ টিকার জন্য হাহাকার করছে, তখন যুক্তরাষ্ট্র টিকা মজুদ করছে-এমন সমালোচনার মধ্যেই বাইডেন প্রশাসন এ ঘোষণা দিলেন। পরবর্তী কয়েক মাসের মধ্যে এসব টিকা ছাড় করবে যুক্তরাষ্ট্র। এ জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসনের ছাড়পত্র প্রয়োজন হবে।

হোয়াইট হাউজ জানিয়েছে, ছাড় করার জন্য ১ কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রস্তুত রয়েছে। এফডিএ অনুমতি দিলেই ছাড় প্রক্রিয়া শুরু হবে।

গত মার্চে বাইডেন প্রশাসন জানায়, কানাডা ও মেক্সিকোয় ৪০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা পাঠাবে ওয়াশিংটন।  

আরও পড়ুন