আন্তর্জাতিক

অগ্ন্যুৎপাতের পর টোঙ্গায় শক্তিশালী ভূমিকম্প

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে জানুয়ারী ২০২২ ০৮:৫২:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৪০মিনিটের দিকে এই ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, টোঙ্গার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাঙ্গাই এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রত্যন্ত লিফুকা দ্বীপের ২১৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ১৪ দশমিক ৫ কিলোমিটার ভূগর্ভে।

টোঙ্গায় এই কম্পন অনুভূত হলেও সেখানে কোনও ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এমনকি প্রতিবেশি ফিজিতেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

চলতি মাসের শুরুর দিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির সমুদ্রতলের আগ্নেয়গিরিতে প্রচণ্ড বিস্ফোরণের পর অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের কারণে দেশটিতে সুনামিও আঘাত হানে। এতে টোঙ্গায় এক ব্রিটিশ নাগরিকসহ অন্তত তিনজন নিহত হন।

সেই সময় টোঙ্গায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় হাজার মাইল দূরের যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ডেও। এছাড়া টোঙ্গায় সমুদ্রের তলদেশে অগ্নুৎপাতের কারণে পেরুর রাজধানী লিমার কাছের সমুদ্র সৈকতেও হঠাৎ অস্বাভাবিক পানির ঢেউয়ের তোড়ে দু’জন ভেসে যান।

অগ্ন্যুৎপাত এবং সুনামির আঘাতের পর থেকে প্রায় প্রত্যেক দিনই টোঙ্গায় ভূমিকম্প অনুভূত হচ্ছে বলে জানিয়েছে ইউএসজিএস।

আরও পড়ুন