ভ্রমণ, জেলার সংবাদ

অতিথি পাখির কলকাকলিতে মুখর আত্রাই নদী

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১১ই ফেব্রুয়ারি ২০২১ ১১:০৯:৩০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হাজারো অতিথি পাখির কলতানে মুখর নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর আশপাশ। আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন পাখিপ্রেমীরা।

মনের আনন্দে উড়ছে হাজার হাজার অতিথি পাখি। কখনো ডাঙায় কিচির মিচির, কখনো বা পানিতে লুকোচুরি। এ যেন পাখিদেরই রাজ্য।

গত কয়েক বছর ধরে শীতের শুরুতে দলবেঁধে নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীতে আসছে অতিথি পাখি। আর তাদের বিচরণ দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন পাখিপ্রেমীরা।

শিকারীদের হাত থেকে পাখিদের রক্ষায় কাজ করছে এলাকার একদল তরুণ। পাশাপাশি আত্রাই নদীর কিছু অংশ অভয়আশ্রম হিসেবে ঘোষণার দাবি তাদের।

পাখিদের অবাধ বিচরণ নিশ্চিতকরাসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন ব্যবস্থা নেয়া হবে বলে জানান বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। তিনি বলেন, জীববৈচিত্র্য রক্ষা আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। এ ধরনের সংগঠন যদি সারা বাংলাদেশে থেকে থাকে, সেটা অনেক সহজ হবে। আমি অবশ্যই চেষ্টা করবো এ কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য।'

চলতি শীত মৌসুমে অন্তত ১০ প্রজাতির পরিযায়ী পাখি এসেছে আত্রাই নদীতে।

আরও পড়ুন