জেলার সংবাদ, অপরাধ

অন্ধ শিশুকে ধর্ষণের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১০ই মার্চ ২০২১ ০৩:৫৯:১৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দশ বছরের অন্ধ এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

পাশবিক নির্যাতনের শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ির পাশে ফেলে যায় অভিযুক্তরা। পরে অসহায় দিনমজুর বাবা-মা শিশুটিকে জেলা হাসপাতালে ভর্তি করে।

ধর্ষণের শিকার শিশুটির মায়ের অভিযোগ, সোমবার (৮ মার্চ) বিকেলে অন্ধ শিশুটিকে তার ফুফু শ্বাশুড়ি নুরজাহানের হাতে তুলে দেয়। নুরজাহান ফুলছড়ির কেতকিরহাটে সবুজ নামে এক যুবকের হাতে তুলে দিলে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় সে। রাতে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে সদরের মধ্য ধানঘড়ায় তার বাড়ির পাশে রেখে যায় নুরজাহান। এ ঘটনায় দিনমজুর পরিবারের পক্ষ থেকে ফুলছড়ি থানায় মামলার প্রক্রিয়া চলছে।

চিকিৎসকরা জানান, ধর্ষণের শিকার শিশুটির পরীক্ষা-নিরীক্ষার প্রস্তুতি চলছে।

শিশু ও তার পরিবারের অসহায়ত্ব দেখে উদ্বেগ প্রকাশ করেন হাসপাতালে চিকিৎসাধীন অন্য রোগীরা।

আরও পড়ুন