নারী, আইন ও কানুন

অবসরে গেলেন দেশের সর্বোচ্চ আদালতের দ্বিতীয় নারী বিচারপতি

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই মার্চ ২০২০ ০১:৫৩:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের সর্বোচ্চ আদালতের দ্বিতীয় নারী বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা জিনার আরার বিচারিক জীবনের শেষ কার্যদিবস ছিলো আজ।

বিচারপতি জিনাত আরার বিচারিক জীবনের শেষ কার্যদিবস ছিলো আজ বৃহস্পতিবার (১২ই মার্চ)। বিচারিক জীবনের শেষ কার্যদিবসে জিনাত আরাকে আপিল বিভাগে উষ্ণ সংবর্ধনা জানায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

১৯৭৮ সালে মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে নিয়োগ পান জিনাত আরা। ১৯৯৫ সালে পদোন্নতি পেয়ে জেলা ও দায়রা জজ হন। ঢাকায় তিনি প্রথম নারী আইনজীবী ও দেশের তৃতীয় নারী আইনজীবী।

২০০৩ সালের ২৭শে এপ্রিল হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পরে তিনি স্থায়ী হন। এরপর, ২০১৮ সালের ৮ই অক্টোবর আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

শেষ কর্মদিবসে বিদায়ী বক্তব্যে বিচারপতি জিনাত আরা জানান, ঢাকার আদালতে প্রতিদিন শত শত লোক তাকে দেখতে আসতো। নারী বিচারকের প্রতি মানুষের আগ্রহ এখনো তার মনে দাগ কাটে। নারী বিচারক হিসেবে নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে বলেও জানান বিচারপতি জিনাত আরা।

আরও পড়ুন