বিনোদন, টেলিভিশন, অন্যান্য

অশ্লীলতার জন্য ব্যান হতে পারে বিগ বস ১৩

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ১২ই অক্টোবর ২০১৯ ০২:০০:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিগ বস ১৩। এক সপ্তাহ যেতে না যেতেই নানারকম অভিযোগ উঠছে সলমান খানের এই শোয়ের বিরুদ্ধে।

অভিযোগের তীব্রতা এতটাই যে দ্য কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স এই অনুষ্ঠান নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। অভিযোগ জানিয়ে লেখা হয়েছে,  এই শো ঘিরে অশ্লীলতা এতটাই বেড়ে গিয়েছে যে তা পরিবারের সদস্যদের সঙ্গে বসে দেখা যাচ্ছে না। 

ওই চিঠিতে আরও লেখা হয়েছে, টিআরপির লোভে নির্মাতার সবই ভুলতে বসেছেন। 'বেড ফ্রেন্ড ফরএভার'  বলে তাঁরা যে পর্বের সম্প্রচার করছেন তা অত্যন্ত অশ্লীল। এখান থেকে সমাজের প্রতি খুব ভুল বার্তা যাচ্ছে।

সম্প্রতি টেলি অভিনেত্রী রেশমি দেশাইকে নিয়েই এসব ঘটনা ঘটছে। হঠাৎ করেই তাকে একদিন বলা হয় সিদ্ধার্থ শুক্লার সঙ্গে একই বিছানায় শোওয়ার জন্য। সরাসরি এরকম প্রস্তাব আসার খানিকটা অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী। তাঁর সেই মুহূর্ত ধরাও পড়ে টিভির পর্দায়। 

ঘটনার পরই ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেদকরের কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বিগ বস ১৩-এর এই এপিসোডের কথা উল্লেখ করা হয়।

আরও পড়ুন