জাতীয়, অন্যান্য ধর্ম

অষ্টমীতে মায়ের কাছে কল্যাণের প্রত্যাশা ভক্তদের

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ৬ই অক্টোবর ২০১৯ ০১:২৬:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুক্লা অষ্টমীর বিশেষ যে মাহেন্দ্রক্ষণ- তখনই দেবী দুর্গার সন্ধিপূজা হয়। ১০৮টি পদ্ম আর ১০৮টি প্রদীপে হয় মায়ের সন্ধ্যা আরতি।

দুর্গোৎসবের মহা অষ্টমীতে আজ হলো কুমারী পূজা। আরতি, পুষ্পাঞ্জলি আর সন্ধি পূজায় মুখরিত মণ্ডপ। নারী শক্তির জয় আর পুরো বিশ্বের কল্যাণের প্রার্থনা করলেন ভক্তরা। এবার রাম কৃষ্ণ মিশনে অষ্টমী কুমারীর নাম প্রশংসা প্রিয়তা বন্দোপাধ্যায়।

মহা অষ্টমীতেই প্রতিধ্বনিত হলো জয় মা দুর্গার সঙ্গে জয় মা কুমারী। পুরাণ মতে, অষ্টমীর সন্ধিক্ষণেই দেবী দুর্গা চন্ডা ও মুন্ড নামে দুই অসুরকে বধ করেছিলেন। তাইতো অষ্টমী বার বার নারী শক্তির মহত্ত্বের কথা জানান দেয়।

ভোরেই কুমারীকে স্নান করিয়ে, নতুন কাপড়, ফুলের মালা আর প্রসাধনীতে সাজিয়ে তোলা হয়। এরপর, দেবী রূপে পূজা করা হয় তাকে।

কুমারী মা কে পূজা দেয়ার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহা অষ্টমীর অন্যতম অংশ জুড়ে রয়েছে পুষ্পাঞ্জলী ও সন্ধিপূজার আরতি।

আরও পড়ুন