বিনোদন

অস্কার ২০২০ সেরা পার্শ্ব অভিনেতা ব্রাড পিট

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৪:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লস এঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলছে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-অস্কারের প্রদর্শনী। কোয়ান্টিন টারান্টিনো পরিচালিত ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ব্রাড পিট।

টম হ্যাঙ্কস, আন্টনি হপকিন্স, আল পেচিনোর মতো জাঁদরেল অভিনেতাদের পেছনে ফেলে এই পুরস্কার তুলে নিন ব্রাড ‍পিট। এদিকে,  ম্যারিজ স্টোরির সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছেন লরা ডার্ন।

সেরা অ্যানিমেশন চলচ্চিত্রের পুরস্কার গেছে টয় স্টোরি ৪ এর পকেটে।সেরা বিদেশি সিনেমা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে দক্ষিণ কোরিয়ার প্যারাসাইট চলচ্চিত্র।  এই সিনামার জন্যই সেরা চিত্রনাট্যর পুরস্কার জিতেছেন বং জুন হো এবং হান জিন ওন।    

আরও পড়ুন