অন্যান্য খেলা

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী সোফিয়া কেনিন

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ১লা ফেব্রুয়ারি ২০২০ ১১:০১:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ৩ সেটের ফাইনালে টুর্নামেন্টের ১৪ নম্বর বাছাই সোফিয়া কেনিন হারিয়েছেন স্পেনের গারবিন মুগুরুজাকে। আমেরিকান টেনিস স্টারের এটাই প্রথম গ্র্যান্ডস্লাম জয়।

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মেয়েদের শিরোপার দাবিদার দুইজন। আমেরিকার সোফিয়া কেনিন কিংবা স্পেনের গারবিন মুগুরুজা, অজি গ্র্যান্ডস্লামটা এর আগে জেতা হয়নি কারোরই।

১৪ নম্বর বাছাই সোফিয়া কেনিন। অন্যদিকে গারবিন মুগুরুজা ফাইনালটা খেলতে নেমেছেন অবাছাই হিসেবে। তবে, ফেভারিট ছিলেন স্পেনের মুগুরজাই। ইনজুরিতে পড়ে র‌্যাংকিংয়ে পিছিয়েছেন। তবে, তার আছে দুই গ্র্যান্ডস্লাম জয়ের অভিজ্ঞতা। সেটা কাজে লাগিয়েই ৬-৪ এ প্রথম সেটটা জেতেন ২০১৭ তে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠা মুগুরুজা।

তবে, এরপরই ভোজবাজির মত পাল্টে যায় ম্যাচের চিত্রনাট্য। সেমিতে অ্যাশলি বার্টিকে হারানো কেনিন জ্বলে ওঠেন পুরোপুরি। চতুর্থ গেমে মুগুরুজার সার্ভ ব্রেক করে এগিয়ে যান সহজেই। আরও এক ব্রেকে ৬-২ এ সেট জিতে সমতা ফেরান ম্যাচে।

তৃতীয় সেটেও নিজেকে হারিয়ে খুজেছেন মুগুরুজা। ম্যাচে আটটা এইস করলেও তার ফার্স্ট সার্ভের মোটে ৫৭ শতাংশ ছিলো নির্ভুল। সাথে ম্যাচজুড়ে ডাবল ফল্ট করেছেন ৮টা। সর্বনাশটাও ওখানেই। সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় সেটেও কেনিনের ডাবল ব্রেক। ৬-২ এর একই স্কোরলাইনে ৩য় সেট জিতে প্রথমবারের মত গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান কেনিন।

আরও পড়ুন