আন্তর্জাতিক, অন্যান্য

অস্ট্রেলিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২২শে মার্চ ২০২১ ০৭:৫৮:০৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ার সিডনিতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় হাজার হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে।

ভারি বৃষ্টিপাতের কারণে নিউ সাউথ ওয়েলস এবং দক্ষিন পূর্ব কুইন্সল্যান্ডের ভয়াবহ বন্যা  পরিস্থিতির সম্মুখীন হয়েছে।

দেশটির আবওহাওয়া অফিস বলেছে আগামী সপ্তাহজুড়ে এ বন্যা পরিস্থিতি থাকতে পারে ।বন্যার ফলে দেশের অধিকাংশ অঞ্চলে  বিপর্যয় দেখা দিয়েছে। রাস্তা ও ব্রীজ ক্ষতিগ্রস্থ হয়েছে।বন্ধ রয়েছে বৈদ্যুতিক সংযোগ।

আজ থেকে দেশটির প্রায় দেড়শ স্কুল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। বন্যার স্রোতে অনেক বন্য এবং পোষা প্রাণি ভেসে যেতে দেখা গেছে।দেশটির প্রায় আড়াই কোটি  মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে যা দেশটির জনসংখ্যার এক তৃতীয়াংশ।আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন স্থানান্তরিত অধিবাসীদের ত্রান সহায়তা দেয়ার আহ্বান জানান।অস্ট্রেলিয়ার জন্য এটি আরেকটি কঠিন পরীক্ষার সময় বলে উল্লেখ করেন তিনি।  


আরও পড়ুন