আন্তর্জাতিক, অন্যান্য

অস্ট্রেলিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে মার্চ ২০২১ ১২:৩৮:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় অস্ট্রেলিয়ার সাউথ ওয়েলসে এ পর্যন্ত ৩৩ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। বন্যা কবলিত আরো মানুষকে সরানোর নির্দেশ দিতে পারে দেশটির সরকার।

পরিস্থিতি সামাল দিতে এবং উদ্ধার অভিযান চালাতে সাউথ ওয়েলস অঙ্গরাজ্যটিতে সেনা মোতায়েন করা হয়েছে।

এদিকে হাজার হাজার ঘরবাড়ি এবং সড়ক- মহাসড়ক বন্যায় প্লাবিত হয়েছে, টেলিযোগাযোগ এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। অনেক বন্য প্রাণি বন্যার পানিতে ভেসে গেছে।

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন অঙ্গরাজ্যটির দক্ষিন সিডনির বন্যা পরিস্থিতিকে 'সবচেয়ে উদ্বেগজনক' বিষয় বলে উল্লেখ করেছেন। বর্ষনের মাত্রা বেড়ে বন্যা পরিস্থির আরো ভয়ংকর রুপ নিতে পারে বলে আশংকা করছেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশে জরুরি অবস্থা জারি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি ।

দেশটির আবওহাওয়া অফিস জানিয়েছে, আজও দেশটিতে ভারি বৃষ্টিপাত সহ ঝড়ো হাওয়া বজায় থাকবে।  

আরও পড়ুন