রাজনীতি, জেলার সংবাদ

'আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না'

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি ২০২০ ১২:৩০:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খালেদা জিয়াকে মুক্তি দেয়ার এখতিয়ার আদালতের।

দুর্নীতির মামলায় জেল খাটছেন খালেদা জিয়া। এ মামলায় তাকে মুক্তি দেয়ার এখতিয়ার আদালতের। রাজনৈতিক মামলা হলে সরকার বিবেচনা করতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

বৃহস্পতিবার দুপুরে, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতি করে না। সরকার নয়, খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে আদালত। চিকিৎসকরা খালেদা জিয়াকে সুস্থ জানালেও, বিএনপি তাকে অসুস্থ বানিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। 

এর আগে সকালে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।  

আরও পড়ুন