কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন

আওয়ামী লীগ প্রার্থীকে সতর্ক করল ইসি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই মে ২০২২ ০৮:১৭:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।

সোমবার, মৌখিকভাবে সতর্ক করা হয় আওয়ামী লীগ প্রার্থীকে। তার বিরুদ্ধে অভিযোগ গত ১৪ই মে মহানগরীর রামঘাটলার দলীয় কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে নিয়ে নির্বাচনী শোডাউন করেন।

এর আগে আজ দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আতিক উল্ল্যাহ খোকনের নেতৃত্বে সংগঠনের ৫ জন নেতা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে তার মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ পর্যন্ত কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে মোট ৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তফসিল অনুযায়ী ১৭ই মে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন।  মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯শে মে।  আগামী ১৫ই জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন