ক্রিকেট

আগামী বছর অনূর্ধ্ব-১৯ দল কন্ডিশনিং ক্যাম্প করবে ইংল্যান্ডে

হাসান মাহাদী

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে জুন ২০২০ ০৮:১৭:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিমিং কন্ডিশনে যুবাদের হাত পাকাতেই ব্রিটিশ মুল্লুক বেছে নিয়েছে বিসিবি।

আগামী বছর গ্রীষ্মে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী সদস্যদের নিয়ে ইংল্যান্ডের মাটিতে একটি ক্যাম্প করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিমিং কন্ডিশনে যুবাদের হাত পাকাতেই ব্রিটিশ মুল্লুক বেছে নিয়েছে বিসিবি। ডিবিসি নিউজকে জানিয়েছেন বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার।

যুব টাইগাররা, বিসিবির সোনার ডিম পাড়া হাঁস। ইতিহাসে প্রথমবার বাংলাদেশকে বিশ্বকাপের ট্রফি এনে দিয়েছে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ দল। সাউথ আফ্রিকায়, এ বছরই মাইটি ইন্ডিয়াকে হারিয়ে অধরা এক স্বপ্নকে বাস্তবে রূপ দেয় আকবর হোসেনের দল।

বিশ্বকাপ জেতা যুব টাইগাদের কোনভাবেই হারিয়ে যেতে দিতে চায়না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওদের আগামী দিনের বড় তারোকা হিসাবে গড়ে তুলতে কার্যকর পরিকল্পনা হাতে নিয়েছে বসিবি। সেই পরিকল্পনার অংশ হিসাবে আগামী গ্রীষ্মে যুদাদের নিয়ে ইংল্যান্ডে তাবু গাড়তে চায় ক্রিকেট বোর্ড।

আবু ইমাম মোহাম্মদ কাওসার বলেন, সিমিং কন্ডিশন টাইগারদের পুরনো দুর্বলতা। উইকেটে বাড়তি সুইং থাকলে বড়দের মত বিপদে পড়ে যুব ব্যাটসম্যানরা। পেইসাররাও কাজে লাগাতে পারেনা উইকেটের বাড়তি সুবিধা। আর তাই সিমিং কন্ডিশনের ভয় তাড়াতেই ইংলিশ সামারকে বেছে নিয়েছে বিসিবি।

করোনাভাইরাসের কারণে পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে বলেও মনে করেন কাওসার। তারপরেও আগামী গ্রীষ্মে আকবরদের ইংল্যান্ডে পাঠানোর ব্যাপারে আশাবাদী বিশ্বকাপ জয়ী দলের ম্যানেজার। এরপর এইচপি আর ইমার্জিং দলকেও ইংল্যান্ডে পাঠাতে চায় বিসিবি।

আরও পড়ুন