জাতীয়

আজ আরো ১ হাজার ৮শ' রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হচ্ছে

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৬ই ফেব্রুয়ারি ২০২১ ০৮:৩৭:৩৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ আরো ১ হাজার ৮শ' জন রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হচ্ছে।  চট্টগ্রাম থেকে তাদের ভাসানচরে নেয়া হবে। 

স্থানীয়রা বলছেন, ভাসানচরে স্থানান্তরের জন্য রবিবার রাতেই উখিয়া ডিগ্রি কলেজ এবং কুতুপালং ক্যাম্প সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয় রোহিঙ্গাদের।

পরে সেখান থেকে ৮শ' জনকে নিয়ে কয়েকটি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সোমবার চতুর্থ দফায় নোয়াখালীর ভাসানচরে গেছেন দুই হাজার ১০ জন রোহিঙ্গা। 

গত বছরের ৪ঠা ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়।  এরপর দ্বিতীয় দফায় ২৮শে ডিসেম্বর নিয়ে যাওয়া হয় আরো ১ হাজার ৮শ ৫ জনকে।  গত ৩০শে জানুয়ারি তৃতীয় দফায় ভাসানচরে যান ৩ হাজার ২শ রোহিঙ্গা।

আশ্রয়কেন্দ্রগুলোতে নানাভাবে নির্যাতন করা হতো জানিয়ে তা থেকে বাঁচতে নিজেরাই ভাসানচরে যাওয়ার কথা জানান কেউ কেউ। আবার অনেকে ভাসানচরে যাওয়া স্বজনদের কাছ থেকে ফোন পেয়ে সেখানে যেতে আগ্রহী হয়েছেন বলেও জানালেন।

আরও পড়ুন