বাংলাদেশ, অন্যান্য ধর্ম

আজ বিজয়া দশমী, বাজছে বিদায়ের সুর

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০১৯ ০৮:২৮:৩২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিজয়া দশমী আজ, বাজছে বিদায়ের সুর। প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব।

গতকাল মহানবমীর সন্ধ্যায় আরতি শেষে দেবীর বন্দনায় প্রতিটি পূজামণ্ডপে বাজতে শুরু করে বিষাদের সুর।

আজ প্রতিমা বিসর্জনে মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব৷ উৎসব শেষে বিষাদের সুর ৷ মণ্ডপে-মণ্ডপে চলছে সিঁদুরখেলা, মিষ্টিমুখ ৷ চলছে শুভেচ্ছা বিনিময় ৷ কৈলাসে ফিরবেন উমা। অপেক্ষা আরও এক বছরের৷

সকালে মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হচ্ছে দশমী পূজা। সকাল দশটার মধ্যে পূজা সমাপন ও দর্পণ বিসর্জন করার কথা রয়েছে। বিকেলে হবে প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে বিকেল ৩টায় বিজয়া শোভাযাত্রা বের হবে। এরপর প্রতিমা বিসর্জনের দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকা মতে, দেবী দুর্গা এবার পৃথিবীতে এসেছেন ঘোড়ায় চড়ে আর স্বর্গলোকেও যাবেন ঘোড়ায় চড়ে। পঞ্জিকা মতে এর ফল ‘ছত্রভঙ্গ’। যার অর্থ, রোগ-ব্যধি বাড়বে ও ফসল নষ্ট হবে।

আরও পড়ুন