খেলাধুলা, তারুণ্য, ফুটবল

আজ রাতেই ঘোষণা হবে ‘ব্যালন ডি অর’ বিজয়ীর নাম

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০১৯ ০৩:২০:২৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি বছরের ব্যালন ডি অর পাচ্ছেন কে? তালিকায় রোনালদোর নাম আছে, তবে ট্রফি জয়ের দৌঁড়ে বেশ পিছিয়ে আছেন সিআর সেভেন। লড়াইটা তাই দুইয়ে সীমাবদ্ধ। বার্সেলোনার আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল মেসি, আর লিভারপুলের ডাচ সেন্টারব্যাক ভার্জিল ভ্যান ডাইক। শিরোপা উঠলো কার হাতে, জানা যাবে আজ রাতে।

ক্লাব ও দেশের হয়ে চলতি বছর ৫৩ ম্যাচে ৪৬ গোলের সাথে মেসির অ্যাসিস্ট ১৭টা। ২০১৯-এ গোল আর অ্যাসিস্ট বিবেচনায় সব সময়ের প্রতিদ্বন্দী রোনালদোকে মেসি পেছনে ফেলেছেন বড়সড় ব্যবধানে।  গোল দ্বিগুণের বেশি, অ্যাসিস্ট প্রায় চার গুণ।  তবে, শুধু গোল বিবেচনায় মেসির চেয়ে এগিয়ে লেওয়ানডফস্কি।

অন্যদিকে ভ্যান ডাইকের পরিসংখ্যান বলছে, ট্যাকল কিংবা এরিয়াল ডুয়েলস- ২০১৯ এ দুই ডিপার্টমেন্টেই ডাচম্যানের সফলতা ৭৬ শতাংশ।  ইপিএলে সেন্টারব্যাক হয়ে গোল অ্যাসিস্টে সবাইকে ছাপিয়ে অনেক এগিয়ে।

বিবেচনায় ট্রফি নিলে, য়্যুভেন্তাসের হয়ে সিরি-আ আর পর্তুগালকে ন্যাশন্স লিগ জেতানো ক্রিস্তিয়ানো রোনালদোও দৌঁড়ে আছেন। তবে হিসাব বলছে,  লিভারপুলকে চাম্পিয়ন্স লিগ জিতিয়ে আগেই ইউয়েফার বর্ষসেরার খেতাব জেতা ভ্যান ডাইক, অথবা বার্সার হয়ে লা লিগা জেতা ফিফা দ্যা বেস্টের পুরষ্কার পাওয়া লিওনেল মেসি- পুরষ্কারটা পাচ্ছেন এই দুইয়ের একজনই।

 

আরও পড়ুন