বাংলাদেশ, ভিডিও, জেলার সংবাদ, সংবাদের ভিডিও

আত্মরক্ষায় শিখছে মার্শাল আর্ট, নিচ্ছে কারাতে প্রশিক্ষণ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ৮ই মার্চ ২০২১ ০১:৩৬:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিজেদের আত্মরক্ষার্থে গাইবান্ধার মেয়েদের মধ্যে বাড়ছে মার্শাল আর্ট শেখার আগ্রহ।

মেয়েদেরকে মানসিক ও শারিরীকভাবে শক্তিশালী করতে বহ্নিশিখা’ নামের একটি সংগঠন ব্যবস্থা করেছে এই প্রশিক্ষণের। প্রতিদিনের ট্রেনিং তাদেরকে করে তুলছে আত্মবিশ্বাসী। গাইবান্ধা থেকে রিকতু প্রসাদের পাঠানো ছবি ও তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।

পুরোপুরি এক নতুন অভিজ্ঞতা। যে সমাজে এখনো মেয়েদের ঘরে বন্দি করে রাখার পায়তারা চলে, সেখানেই দাড়িয়ে শক্ত হাতে বিপদকে রুখে দেয়ার কৌশল রপ্ত করছে গাইবান্ধার মেয়েরা। 

কারাতের দীক্ষা অর্জনের সাথে ধীরে ধীরে সাহস আর আত্মবিশ্বাস বেড়েই চলেছে এসব মেয়েদের। টানা দুঘণ্টার শারিরীক প্রশিক্ষণ, সাথে রয়েছে সচেতনতামূলক ক্লাস। প্রত্যেকেই উপলব্ধি করছেন এই শিক্ষা এখন সময়ের দাবী।

কারাতে প্রশিক্ষক বলেন, 'আমরা মুলত কিক-পান্স-ব্লোক এগুলোই শিখাচ্ছি। যাতে কেউ আঘাত করলে আমরা সে খান থেকে সহজেই বের হয়ে আসতে পারি। কৌসল আবলম্বন করে নিজেকে রক্ষা করাটাই এর উদ্দেশ্য।'

সমন্বয়ক সুরাইয়া আকতার বলেন, এটা শিখার ফলে আমরা নিজেদেরকে সহজেই আত্মরক্ষা করতে পারবো। সেই সাথে নিজেকে আত্মবিশ্বাসী করতে পারবো। 

এরই মধ্যে মার্শাল আর্টে গাইবন্ধার প্রায় অর্ধশতাধিক নারী অংশ নিচ্ছে প্রশিক্ষণ।

আরও পড়ুন