বাংলাদেশ, ধর্ম, জাতীয়, জেলার সংবাদ, রাজধানী

আনন্দ-অশ্রুতে দেবীকে বিদায়

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০১৯ ০৫:৪৬:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিজয়া দশমীতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।

বিশ্ব কল্যাণ আর অশুভ শক্তিকে জয় করে নেবার প্রয়াসেই, শেষবারের মতো মায়ের চরণ স্পর্শ করলো ভক্তরা। প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব।

বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাচ্ছেন দেবী। এক বছর পর আবার তার ভক্তদের মাঝে পিতৃগৃহে ফিরে আসবেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টা থেকে রাজধানীতে বিজয়া শোভাযাত্রা শেষে বুড়িগঙ্গা নদীর সদরঘাটের ওয়াইজ বিনা স্মৃতি স্নান ঘাটসহ নদীটির তীরে অন্যান্য এলাকায় প্রতিমা বিসর্জন দয়া হচ্ছে।

রাজশাহীতে দশমী পূজা শেষে মঙ্গলবার দুপুর থেকেই পদ্মানদীতে প্রতিমা বিসর্জন দেয়া শুরু হয়েছে। নগরীর মন্নুজান স্কুলের সামনে পদ্মানদীতে করা হয়েছে প্রতিমা বিসর্জন ঘাট। এই ঘাটেই সব প্রতিমা বিসর্জন দেয়া হবে।

এর আগে মঙ্গলবার সকালে পূজা মণ্ডপগুলোতে দশমী পূজা অনুষ্ঠিত হয়। পরে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। দুপুর থেকে শুরু হয় বিসর্জন। গভীর রাত পর্যন্ত শোভাযাত্রা সহকারে ভক্তরা এসে বিসর্জন কার্যক্রম চলাবেন। নাশকতা বা যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

আরও পড়ুন