খেলাধুলা, অন্যান্য খেলা

আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা শুরু কাল

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই অক্টোবর ২০২১ ০২:১০:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাল শুরু হচ্ছে শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতা। এবারের আসরে অংশ নেবেন এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার ১৮টি দেশের গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক মাস্টাররা।

প্রতিযোগিতায় ৩২ জন পুরুষ গ্র্যান্ডমাস্টারের সঙ্গে অংশ নিচ্ছেন একজন নারী গ্র্যান্ডমাস্টার ও ২০ জন আন্তর্জাতিক মাস্টার। 

এদিকে, প্রাইজমানির দিক থেকে দেশের দাবার ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ ৫৫ হাজার মার্কিন ডলারের অর্থ পুরস্কার নির্ধারণ করা হয়েছে। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির টুর্নামেন্টে  চ্যাম্পিয়ন দাবাড়ু পাবেন ১০ হাজার মার্কিন ডলার। রানার আপ ৭ হাজার, তৃতীয়স্থান অধিকারী ৫ হাজার, চতুর্থস্থানের জন্য ৩ হাজার, ৫ম থেকে ৮ম স্থান অর্জনকারীরা প্রত্যেকে পাবেন ২ হাজার এবং নবম হতে ২০তম স্থান লাভকারী দাবাড়ুরা পাবেন ১ হাজার মার্কিন ডলার করে।

এছাড়া বাংলাদেশি খেলোয়াড়দের জন্য থাকছে ১০ হাজার মার্কিন ডলারের অর্থ পুরস্কার। প্রতিযোগিতা আয়োজনের সার্বিক সহযোগিতা থাকছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।  

১৯শে অক্টোবর ভার্চুয়ালি এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ২৭শে অক্টোবর পর্যন্ত চলবে দাবা প্রতিযোগিতার এ আসর। 

আরও পড়ুন