জাতীয়, আইন ও কানুন

আবরারের পরিবারের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই অক্টোবর ২০১৯ ০৮:২৭:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

রবিবার, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শাহিন বাবু নামের এক আইনজীবী এই রিট করেন।

রিটে আবরার ফাহাদের মর্মান্তিক ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া, আবরারের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

আগামীকাল সোমবার, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই রিট শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান রিটের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ফায়েজ।

প্রসঙ্গত, গত ৬ই অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মারধর করে। পরে, হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায়, আবরারের বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুন