অর্থনীতি

আবারও কমল মার্কিন ডলারের বিপরীতে টাকার মান

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই মে ২০২২ ০৭:৪০:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এক সপ্তাহের ব্যবধানে আবারও মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

জানুয়ারি মাসের শুরুতে ডলারের বিনিময় মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। আর গত ২৩শে মার্চ তা আরও ২০ পয়সা এবং গত ২৭শে এপ্রিল বাড়ানো হয় ২৫ পয়সা। তাতে ১ ডলারের বিনিময় মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা।

সর্বশেষ ৯ই মে ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়। এদিন বাংলাদেশ ব্যাংক সকল অনুমোদিত ডিলার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের বরাবর চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা আনা ও নিয়ে যাওয়ার বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে আসার সময় ১০ হাজার ডলার বা সমমুল্যের বৈদেশিক নগদ মুদ্রা নিয়ে আসার জন্য কোনো ঘোষণার প্রয়োজন নেই। তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে ৫ হাজার এর বেশি বৈদেশিক মুদ্রা বা ডলার সঙ্গে নেয়া যাবে না।

আরও পড়ুন