ভারত

আবারো তীব্র বায়ু দূষণের কবলে নয়াদিল্লি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২০শে অক্টোবর ২০২০ ১১:৪৪:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আবারো তীব্র বায়ু দূষণের কবলে ভারতের রাজধানী নয়াদিল্লি। বায়ুমান যেখানে ৫০ এর নিচে থাকলে স্বাভাবিক ধরা হয় সেখানে মঙ্গলবার (২০ অক্টোবর) নয়াদিল্লির গড় বায়ুমান ছিলো ২৬৪।

বিষাক্ত দূষণের কারণে নগরবাসীর শ্বাস নেওয়াও কষ্টদসাধ্য হয়ে উঠেছে। করোনা নিয়ন্ত্রণে আরোপিত লকডাউনের কারণে কিছুদিন বায়ুমানের উন্নতি হলেও পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় খড়কুটো পুড়ানোয় আবারো দূষণের নগরীতে পরিণত হয়েছে নয়াদিল্লি।

বিশ্লেষকদের আশঙ্কা তীব্র বায়ু দূষণে ভারতের করোনার সংক্রমণের হার আরও বেড়ে যাবে। বিশেষ করে ফুসফুসের সমস্যায় ভোগা বয়স্কদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্বজুড়ে বেশ কয়েকটি গবেষণাতেই বায়ুদূষণের সঙ্গে কোভিড-নাইন্টিনে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ার যোগসূত্র পাওয়া গেছে।

আরও পড়ুন