জেলার সংবাদ, অন্যান্য ধর্ম

আবীর ও রঙ খেলায় হোলি উৎসব পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ৯ই মার্চ ২০২০ ১১:৩৭:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা বা হোলি উৎসব পালিত হয়েছে।

সোমবার (৯ই মার্চ) দোল পূর্ণিমা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ও বাসা বাড়িতে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও পুরোহিতের ঘন্টার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পরে, সনাতন ধর্মাবলম্বীরা একে অপরকে আবীর ও রং লাগিয়ে দেন। শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ আবীর ও রঙ খেলায় মেতে ওঠেন।

দোল পূর্ণিমা সনাতন ধর্মের বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাঁধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি।

আরও পড়ুন