বিনোদন, জেলার সংবাদ, অন্যান্য

আবৃত্তি সংসদ কুমিল্লার 'অন্তর্জাল উৎসব' এর শেষ দিন আজ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৭ই জুন ২০২০ ০৮:৪০:৪৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আবৃত্তি সংসদ কুমিল্লা ২৯ বছর পূর্তি উপলক্ষে ‘অন্তর্জাল উৎসব’ আয়োজন করেছে। আজ উৎসবের শেষ দিন। এ উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অন্তর্জাল উৎসবের প্রথম অনুষ্ঠান ছিল ৫ই জুন, আজ ৭ই জুন তাদের সর্বশেষ আয়োজন।

আজ রবিবার উৎসবের তৃতীয় দিনের অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আবৃত্তি সংসদ কুমিল্লার গ্রুপ পেজ লাইভে রাত ৯:৩০ থেকে রাত ১১:৩০। অনুষ্ঠানটি দেখতে পাবেন এই লিঙ্কে: https://www.facebook.com/groups/abrittysangsadcomilla/permalink/3259296664137080/

অনুষ্ঠানের ১ম পর্বের অতিথি- হাসান ইমাম মজুমদার, বদরুল হুদা জেনু, মানসী দাস (কলকাতা), শাহরিয়ার হায়দার, দীপক চন্দ্র ঘোষ, আয়াজ মাবুদ, গোলাম মোস্তফা, আরিফ কাদরি ও ফয়সাল আহমেদ অনন্ত।

২য় পর্ব শুরু হবে রাত ১১:৩০মিনিটে। এ পর্বের অতিথিরা হলেন- ররবিশঙ্কর মৈত্রী (ফ্রান্স), শাউলি রায় (ভারত), সাইফুল মিঠু (যুক্তরাজ্য) আর আমেরিকা থেক অংশ নেবেন রাশেদ চৌধুরী, নাহিদ ফারাজানা, বিদিতা ভট্টাচার্য চক্রবর্তী, সংযুক্তা রায় মুন ও রিজোয়ান হৃদয়।

দুটি পর্বের সঞ্চালনায় থাকবেন কবি, আবৃত্তি শিল্পী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক কাজী মাহতাব সুমন।

আরও পড়ুন