বিনোদন

'আমার ভাষার চলচ্চিত্র' উৎসবের সমাপ্তি

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৩:১৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পর্দা নামলো 'আমার ভাষার চলচ্চিত্র' উৎসবের।  বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উৎসবের সমাপনী দিনে প্রদর্শন করা হয় 'কাঠবেড়ালী' চলচ্চিত্রটি।

৯ থেকে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের এই উৎসবে প্রদর্শিত হয়েছে দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদী ১৯টি র্পূণদর্ঘ্যৈ ও ৩টি স্বল্পদর্ঘ্যৈ চলচ্চিত্র। অন্যান্যবারের মতো এবারও উৎসবের সমাপনী দিনে দেয়া হয় ‘হীরালাল সেন পদক’।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশে চলচ্চিত্রের খরা কেটে গেছে। এখন অনেক ভাল মানের চলচ্চিত্র নির্মিত হচ্ছে।

ডক্টর হাসান মাহমুদ আশা করেন, দু’য়েক বছরের মধ্যে বাংলাদেশের চলচ্চিত্রের ক্যানভাসে পরিবর্তন ঘটবে।

আরও পড়ুন