জাতীয়, রাজনীতি

'আমার হস্তক্ষেপেই ধর্মঘট দ্রুত শেষ হয়েছে'

ময়ূখ

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে নভেম্বর ২০১৯ ০৭:৩৬:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন শুরুর পরে পুলিশের লজ্জাজনক ভূমিকায় বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে; জানান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার রাজধানীর পল্টনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে বৈঠকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন শাজাহান খান। এর আগে, সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়ে সারাদেশের ফেডারেশনের কার্যকরী সদস্যদের নিয়ে গত দুদিন ধরে আলোচনা চলছিলো। 

শাজাহান খান আরো জানান,  দুর্ঘটনার জন্য শুধু চালকদের দায়ী করা যাবে না। কার দোষে দুর্ঘটনা ঘটলো, তার বিশ্লেষণ করে অভিযোগপত্র দিতে হবে। বিআরটিএ'র লিফলেটে শুধু শ্রমিকদের সাজার কথা বলে শ্রমিকদের আতঙ্কিত করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন