বাংলাদেশ, জেলার সংবাদ, কৃষি

আম্পানের তান্ডবে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের কৃষক-বাগানীরা

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ১লা জুন ২০২০ ০২:৫৬:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে বাগেরহাটে আম-লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। টানা বর্ষণ ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমিও। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ করছে কৃষি বিভাগ।  ক্ষতিগ্রস্থরা অপেক্ষায় আছে সরকারি সাহায্যের।

বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ গ্রামে মধুমতি নদীর পাড়ে সাড়ে ১২ একর জমির উপর ‘মধুমতি এগ্রো” নামের আম ও লিচু বাগান গড়ে তোলেন আমেরিকা ফেরত তুহিন শিকদার। বিষমুক্ত ফল খাওয়ানোর জন্য দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম ও লিচু গাছ দিয়ে সাজানো এই বাগানটির সুখ্যাতি খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল আশপাশের গ্রামগুলোতেও।

কিন্তু ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে এখন লন্ডভন্ড সেই আম-লিচুর সুবিন্যস্ত বাগানটি। এই বাগান ছাড়াও জেলার ১ হাজার ৫শ হেক্টর জমির অপুষ্ট আমও ঝরে পড়ে আম্পানের তাণ্ডবে।

এদিকে, আম্পানের প্রভাবে নদীর পানি বাড়ায় জেলার বিভিন্ন জায়গায় পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধ ও রাস্তা ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে তলিয়ে গেছে পুকুর, মাছের ঘের ও বসতঘর। সেইসব ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ করছে জেলা প্রশাসন।

আরও পড়ুন