জেলার সংবাদ, কৃষি

আম্পানে চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে মে ২০২০ ০৫:৩৩:২৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আম্পানের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টিতে চাঁপাইনাববগঞ্জে ৩৩ হাজার ৩৫ হেক্টর জমির আম বাগানের আম ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন, প্রায় ২৫ ভাগ গাছ থেকে ঝড়ে গেছে আম।

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে ঘুর্ণিঝড়ের কারণে শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল ও সদর উপজেলায় ব্যাপক তান্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে আমের। কত কয়েক বছর থেকে আমের লোকসান গুনছেন কৃষকরা। চলতি মৌসুমী করোনার প্রার্দুভাবের জন্য ক্ষতির আশঙ্কা না কাটার আগেই এই ঝড়ে আম গাছ থেকে প্রায় ২৫ ভাগ আম ঝড়ে পড়েছে। ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব হবে কি এটা প্রশ্ন কৃষকদের মনে।

আম ব্যবসায়ী মুখলেসুর রহমান বলছেন, আম্পানের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা প্রয়োজন।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ে আম বাগানগুলোতে থেকে ৫-৬ ভাগ আম ঝড়েছে। যার ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকার মতো। ভালো দাম পেলে ক্ষতি কাটিয়ে উঠবে আম চাষিরা।

আরও পড়ুন