ভারতের পশ্চিমবঙ্গের দিঘা থেকে ২৮০ কিমি দূরে অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় আম্পান। এটি দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী কোনও অঞ্চলে বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আছড়ে পড়তে পারে।
উড়িষ্যার পারাদ্বীপ থেকে আম্পানের অবস্থান এখন ১৫৫ কিলোমিটার দক্ষিণে। দিঘার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম থেকে এর দূরত্ব ২৮০ কিলোমিটার। আর বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে রয়েছে এটি। এরই মধ্যে ঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়োহাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে।
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা দিতে পারে ভূমিধসও। এরই মধ্যে পশ্চিমবঙ্গে ৪ লাখেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। উড়িষ্যা থেকে সরিয়ে নেয়া হয়েছে এক লাখের বেশি।