জাতীয়, অমর একুশে গ্রন্থমেলা

আরেকটু সময় বাড়ানোর দাবি প্রকাশকদের

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৬ই এপ্রিল ২০২১ ০৭:৫৬:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লোকসান কমাতে একুশে বইমেলার সময় আরেকটু বাড়ানোর দাবি প্রকাশকদের।

লকডাউনের দ্বিতীয় দিনেও অমর একুশে গ্রন্থমেলা ক্রেতাশূণ্য। বিক্রি না থাকায় লোকসান গুনছেন প্রকাশকরা। পরিস্থিতি সামাল দিতে বিকেলের পর সময় কিছুটা বাড়ানোর দাবি জানালেন কোনও কোনও প্রকাশক।

লকডাউনের দ্বিতীয় দিনেও বইমেলার চিত্র প্রথমদিনের মতোই। দুপুর ১২টা থেকে স্টল খুলে বসলেও হাতের আঙুলে গোনা যাচ্ছিল পাঠকক্রেতা। বই বিক্রির অবস্থা কতটা করুণ তা উঠে এসেছে স্টলে থাকা বিক্রেতাদের বক্তব্যে। তবে, পাঠক যারা আসতে পারছেন খোলামেলা ভিড়হীন মেলা পেয়ে তারা খুশী। মেলার ২০তম দিনে বাবা-মায়ের সাথে কিছু শিশুকেও দেখা গেছে।

লেখক ও প্রকাশকরা বলছেন, মেলার সময় ৫টার বদলে আরো কিছুটা বাড়ানো হলে বই বিক্রি বাড়তে পারে।

২০তম দিনে মেলায় এসেছে ৮০টি নতুন বই। এ পর্যন্ত এ বছর মেলায় আসা বই এর সংখ্যা ২ হাজার ৩০০।

আরও পড়ুন