খেলাধুলা, ফুটবল

আর্জেন্টিনার স্ট্রাইকার দিবালা ও তার বান্ধবী করোনা আক্রান্ত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৩শে মার্চ ২০২০ ০৪:৫৭:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আর্জেন্টিনার স্ট্রাইকার ফুটবলার পাওলো দিবালা করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। দিবালা এ তথ্য নিশ্চিত করেছেন।

দিবালা হলেন জুভেন্তাসের তৃতীয় ফুটবলার যিনি কভিড-১৯ এ আক্রান্ত হলেন। ২৬ বছরের দিবালা টুইট বার্তায় জানান, 'আপনাদের সবাইকে জানাই আমি এবং ওরিয়ানা সাবাতিনি (দিবালার বান্ধবী) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। আমাদের টেস্ট পজিটিভ এসেছে। ভাগ্যক্রমে আমরা ভালো আছি।'

এদিকে, জুভেন্তাসের পক্ষ থেকে জানানো হয়েছে গত বুধবার থেকেই আইসোলেশনে রয়েছেন দিবালা। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে আর তিনি ভালো আছেন। স্বাস্থ্যবিভাগের যে প্রোটোকল আছে সে অনুযায়ী যতক্ষণ না তাদের সুস্থ বলে ঘোষণা করা হবে, ততক্ষণ তারা কোয়ারেন্টিন থাকবেন।

আরও পড়ুন