খেলাধুলা, অন্যান্য খেলা

আর্মি গলফ ক্লাবে 'ক্যাপ্টেন গলফ টুর্নামেন্ট' শুরু

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ১২ই নভেম্বর ২০২১ ০৪:০৯:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আনোয়ার ইস্পাত ও সিমেন্ট ক্যাপ্টেন গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। সকালে রাজধানীর আর্মি গলফ ক্লাবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন এই টুর্নামেন্ট উদ্বোধন করেন।

অ্যামেচার গলফারদের নিয়ে পাঁচটি ক্যাটাগরীতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস, ভ্যাটারান এই ক্যাটাগরীতে সাতশ' জন খেলোয়াড় অংশ নিয়েছে টুর্নামেন্টে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার কর্নেল (অব.) এস এম শওকত আলী, আর্মি গলফ ক্লাবের সদস্যসচিব লে. কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী প্রমুখ।

চার দিনব্যাপী এ টুর্নামেন্ট গত বুধবার শুরু হয়। ১৩ই নভেম্বর সন্ধ্যায় সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে টুর্নামেন্টের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন